More

    আমরা কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি: আবিদুল ইসলাম

    অবশ্যই পরুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, আমরা একটি সুন্দর নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর তিনি এ কথা বলেন।

    আবিদুল ইসলাম বলেন, আমরা পোরিং এজেন্স দিতে পারিনি। অথচ জামায়াত-শিবির ক্যাম্পাসে তাদের নেতাদের দিয়ে পূর্ণ করে রেখেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-২ আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল ০৯ প্রার্থীর

    হাসান আরেফিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। উৎসব মুখর...