এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ট্রফি উঁচিয়ে ধরার বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। সেই মিশনে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে নিজেদের এই প্রথম ম্যাচে কেমন একাদশ গড়তে পারে বাংলাদেশ? ব্যাটিংয়ে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের থাকা প্রায় নিশ্চিত। তিন নম্বরে থাকবেন সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় লিটন সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়।
সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে এই মুহূর্তে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। সে ক্ষেত্রে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে প্রায় ২ বছর পর জাতীয় দলে ফেরা স্পিন অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ খুবই কম।
এরপর পাঁচ ও ছয়ে শামীম হোসেন পাটওয়ারী ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক আছেন। জাকেরের একাদশে জায়গা নিশ্চিত হলেও শামীমের থাকা না থাকা নিয়ে দ্বিধায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। তবে আবুধাবির স্পিন সহায়ক উইকেটে শামীমও হয়তো খেলবেন। ফিল্ডিংয়েও দুর্দান্ত কিছু করার পাশাপাশি বোলিং করতে পারেন তিনি।
বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে শেখ মেহেদী হাসানের পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই দুজনের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান সাকিব।
তানজিমের কাছ থেকেও ব্যাটিংও পাবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে বোলার হিসেবে সাইফউদ্দিনের চেয়ে বেশি কার্যকরী তানজিম। দলেও তিনি এখন নিয়মিত মুখ। আর আবুধাবির উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনাই বেশি। তানজিমের ব্যাটিং বাংলাদেশের কাজে লাগতে পারে। তাই আরেক পেসার শরীফুল ইসলামের চেয়েও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে তানজিম।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘হংকং যদি ভালো ক্রিকেট খেলে বসে তখন আমাদের বড় ব্যবধানে ম্যাচ জেতাটা কষ্টকর হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের ১০০% দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব।’
এদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে দুর্বল হংকংয়ের কাছে হেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ১০৮ রানে অলআউট হয়ে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচের প্রায় ১১ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।