আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগেই জানা গিয়েছিলো সেই বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আইসিসি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপে কারা থাকছেন আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারির নামও। আর এবারই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সকলেই নারী।
আইসিসির প্রকাশিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মধ্যে রয়েছেন সাথিরা জাকির জেসি। তার সঙ্গে রয়েছেন আরও ১৩ জন। সকল নারী আম্পায়ার দিয়ে এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনা করা হয়েছে। তবে এবারই প্রথম নারীদের ওয়ানডে বিশ্বকাপের সকল আম্পায়ার ও ম্যাচ রেফারি নারী।
আগে থেকেই বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি। গত ২ বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি। রাজনৈতিক কারণে পাকিস্তান নারী দল ভারতে না গিয়ে তাদের ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। আট দলের এই আসরে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে এবারের নারীদের ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি সহ সামগ্রিক অর্থ পুরস্কার রাখা হয়েছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।