More

    চাকসু নির্বাচন: প্রথম দিনে ২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    অবশ্যই পরুন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম দিনে ২৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে সংগৃহীত ২৮টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জন্য ২৬টি এবং হল সংসদের জন্য দুইটি বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সহসভাপতি (ভিপি) পদের জন্য।

    এ পদের জন্য ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা খুব আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আজ সপ্তাহের প্রথম দিন হওয়ায় আমরা ভেবেছিলাম উপস্থিতি কিছুটা কম হতে পারে। কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।

    আশা করছি, আগামীকাল থেকে মনোনয়ন সংগ্রহের হার আরও বাড়বে।’ ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পরদিন ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর কেবল মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

    উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৬টি পদে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...