আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার নরসিংহপুর হামীম গ্রুপের ৩ নাম্বার গেট এলাকার অধ্যক্ষ কাদের দেওয়ানের ভাড়া বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (৩০) ও তাদের শিশুকন্যা জামিলা (৫)। তারা বগুড়া জেলার ধনুট থানার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। পাশের ভাড়াটিয়ারা জানান, রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন। স্ত্রী হামীম গ্রুপের সোয়েটার কারখানায় চাকরি করতেন।
শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। রোববার সারাদিন তাদের দরজা বন্ধ থাকে। বিকালেও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। এ সময় লোকজন পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
এ সময় রুবেল মিয়ার লাশ ঘরে ঝুলতে দেখা যায়। সোনিয়া ও মেয়ে জমিলার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া জানান, পুলিশ ধারণা করছে- শনিবার রাতে রুবেল মিয়া তার স্ত্রী ও কন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।