More

    শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

    অবশ্যই পরুন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি আদালতে উপস্থিত হন। তবে এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হলে নাহিদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে না।

    মাহমুদুর রহমান গতকাল সোমবার আংশিক সাক্ষ্য দিয়েছিলেন। আজ তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণের পর নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সাংবাদিক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের।

    গত ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ৬ জনসহ এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের বর্ণনায় উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের চিত্র। এসব হত্যার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।

    উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ৮১ জন সাক্ষীর নাম রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...