More

    ফুটবল বিশ্বকাপের টিকিট মানেই কি আমেরিকার ভিসা?

    অবশ্যই পরুন

    ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই আসর নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে টিকিট ও হসপিটালিটি প্যাকেজের নিবন্ধন শুরু করেছে ফিফা।

    তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারক চক্র ভুয়া প্রচারণায় মাঠে নেমেছে।বিশ্বকাপের টিকিট কিনলেই যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে। এ বিষয়ে সতর্ক করে দিয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।

    কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, টিকিটের সঙ্গে ভিসার কোনো সম্পর্ক নেই। যারা এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, দয়া করে বন্ধ করুন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে।

    ট্রাভেল ব্যবসায়ীরা বিষয়টিকে নিছক গুজব বলে অভিহিত করেন। তিনি জানান, ভিসা দেয়ার একমাত্র এখতিয়ার সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসির। টিকিট কেনার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।

    বিশ্বকাপকে কেন্দ্র করে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশগুলো তাদের নীতিমালা অনুযায়ী। তাই সচেতন হওয়ার পাশাপাশি প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

    উল্লেখ্য, আগামী বছর বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় আইনজিবি মোহাম্মদ মনিরের আয়কর অফিসের কার্যক্রম, সাংবাদিকদের সাথে মতবিনিময়

    কলাপাড়া প্রতিনিধি :  কলাপাাড়ায় করদাতাদের সেবার মান বাড়াতে আয়কর আইনজিবি মোহাম্মদ মনিরুজ্জামান মনির নতুন আয়কর অফিসের কার্যক্রম শুরু করেছে।...