More

    মির্জাগঞ্জে নয় মাসের নাতিকে নিয়ে বিপাকে ভানু বেগম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে ভানু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নয় মাসের নাতি আরিয়ান হাসানকে নিয়ে বিপাকে রয়েছেন। উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত মো: শাজাহান সরদারের স্ত্রী তিনি। জানা যায়,তিন বছর পূর্বে গাজীপুরের হোতাপাড়া ভবানীপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ জায়েদুল শেখ এর সাথে ভানু বেগমের কন্যা আমেনা আক্তারের বিবাহ হয়।

    বিবাহের পরে তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। বছর দুই গড়াতেই তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তানের। নাম রাখেন আরিয়ান হাসান। যার বর্তমান বয়স ৯ মাস। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হয় আমেনা আক্তারকে। হয়তোবা শিশু সন্তানটি কাল হয়ে দাঁড়ায় অথবা জায়েদুলের নতুন লালসা উঁকি মারে সংসারে‌। গোপনে আরেকটি নারীকে বিবাহ করে জায়েদুল শেখ।

    কৌশলে সন্তান সহ স্ত্রী আমেনা আক্তারকে কাকড়াবুনিয়ায় ভানু বেগমের কাছে রেখে যায়। অভাবের সংসার। তিন মানব প্রাণির ক্ষুধা নিবারণতো করতে হবে। অবশেষে পেটের দায়ে আমেনা আক্তার পাড়ি জমায় সুদূর রাজধানী শহর ঢাকায়। অপারেটরের সহযোগী হিসেবে কাজ নেয় পোশাক কারখানায়। আরিয়ানকে রেখে যায় নানির কাছে। বৃদ্ধা ভানু বেগম ছাড়া আরিয়ানের আর কেউ রইলোনা।

    সেই থেকে নয় মাসের নাতিকে বুকে আগলে রাখা। ভানু বেগম জানান,মুই বিভিন্ন জাগায় হাত পাইত্তা খাই। সরকারি ঘরে থাহি। মোর স্বামী মরে গেছে। মোর কোনো পোলা নাই। খয়রাত করে খাইলেও মুই কোনো সরকারি ভাতা পাইনা,হ্যা পায় ধনীরা।

    এভাবে ভানু বেগম কেঁদে কেঁদে আক্ষেপ করে জানান, তাঁর নামে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা কোনো চালের নাম নাই।”মুই এহোন কী খাওয়ামু মোর কইলজার টুকরাডারে।” ভানু বেগম জানান, তিনি নয় বছরের শিশুটিকে নিয়ে চরম বিপাকে আছেন। তাঁর কন্যা আমেনা আক্তার হেল্পারের কাজ করেন। যে বেতন পান নিজে চলতে পারেননা। আরিয়ান বর্তমানে খুব অসুস্থ।

    ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকাও তাঁর কাছে নাই। এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে যেতে অনেক কষ্ট হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানু বেগমকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যেন, তিনি একটি আবেদন করেন‌।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে...