More

    সড়ক দু/র্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর ম’র্মা’ন্তিক মৃ/ত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার :  গলাচিপা-পটুয়াখালী সড়কের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে যাত্রীবাহীবাস -মোটরসাইকেল সং/ঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে। নিহ’তরা হলেন মোটরসাইকেল চালক শামিম (৩৫) এবং আরোহী আনোয়ার হোসেন মোল্লা (৫০)।

    শামিম গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলিল মিস্ত্রির ছেলে এবং আনোয়ার হোসেন মোল্লা একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহণ (ঢাকা মেট্রো-হ ১৪-৮২৫৫) একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান।

    গুরুতর আহত মোটরসাইকেল চালক শামিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    পটুয়াখালী থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেঘনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ২৬ চিকিৎসক সংবর্ধিত

    ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চেম্বারকৃত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার দুপুর দুইটায় নগরীর সদর...