স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে অস্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংগঠনের জেলা সভাপতি মোঃ মহসিন ইসলাম এবং সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে উপজেলা শাখার কয়েকজন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব জেলা কমিটির নিকট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে বহিষ্কৃত নেতারা হলেন, মানিক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক ও জিহাদ ইসলাম জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
এ বিষয়ে জেলা দপ্তর সম্পাদক সাইফুল মৃধা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
