More

    শ্রীলঙ্কা হারলেও যে সমীকরণে সুপার ফোরে সুযোগ পাবে টাইগাররা

    অবশ্যই পরুন

    হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সামনে হোঁচট খায় টাইগাররা। তবে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ দল। টাইগারদের ভাগ্য এখন লঙ্কানদের হাতে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের জায়গাটা অনেকটায় নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা।

    টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সিংহাসনে রয়েছে তারা। তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানের হার এড়াতে পারলেই সুপার ফোরের টিকিট নিশ্চিত হবে লঙ্কানদের, তাদের রান রেট ১ দশমিক ৫৪৬। এদিকে তিন ম্যাচে দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তারপরও অনিশ্চিত টাইগারদের সুপার ফোরের টিকিট।

    কারণ, লঙ্কানদের কাছে বাজেভাবে হারায় তাদের রান রেট -০.২৭০। তবে আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারলেই সুপার ফোরের টিকিট পাবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো রকম জয় পেলেই সুপার ফোরের টিকিট নিশ্চিত হবে আফগানদের। কারণ, হংকংকে ৯৪ রানে হারিয়ে নিজেদের রান রেট আগে বাড়িয়ে রেখেছিল রশিদ-নবীরা। তাই বাংলাদেশের বিপক্ষে হারলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

    সুতরাং বাংলাদেশের সুপার ফোরে ওঠার জন্য শ্রীলঙ্কার জয় খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়াও আরও একটি উপায়ে সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেটি হলো শ্রীলঙ্কার বড় হার। রান রেটে হিসাব বলছে, শ্রীলঙ্কা আগে ব্যাট করে যদি ১৫০ রান করে এবং জবাব দিতে নেমে এই রান যদি ১১.৪ ওভারে আফগানরা তুলতে পারে তাহলে সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান।

    আর আগে ব্যাট করতে নেমে যদি আফগানিস্তান ১৫০ রান করে এবং জবাব দিতে নেমে লঙ্কানরা ৮৪ রানে অলআউট হয় তাহলেও বাংলাদেশ সুপার ফোর খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ রাত সাড়ে মাঠে নামবে আফগানিস্তান-শ্রীলঙ্কা। এখন দেখা বিষয়ে মাঠে কি ঘটে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত...