More

    অন্যায়-দুর্নীতির সঙ্গে আপস নয়: পটুয়াখালীর জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, ‘কখনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করতে হবে।’

    তিনি আরো বলেন, ‘ কলাপাড়ার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি ও মৎস্য সেক্টর কে রক্ষায় সবাই আন্তরিকতার সঙ্গে সহায়তা করলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব। কৃষকের কৃষি উৎপাদনে মিঠা পানির আধার খালগুলো রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে খনন করতে হবে।’ আজ বৃহস্পতিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এসব বলেন।

    তিনি কলাপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় আরো বলেন, ‘ কলাপাড়াবাসী খুবই স্মার্ট কমিউনিটি।

    কলাপাড়াবাসী কৃতজ্ঞতা জানাতে পারেন।’ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই জনপদের মানুষের ভোগান্তি লাঘবে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বেড়েছে বলেও মন্তব্য ব্যক্ত করেন তিনি ।

    তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ কুয়াকাটা যেন তার স্বকীয়তা, পরিবেশ প্রতিবেশ অনেক টা হারিয়ে ফেলেছে। এজন্য সবকিছু ঠিক রেখে টেকসই উন্নয়ন করতে হবে। জেলা প্রশাসক কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেন।

    উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি এমবি কলেজ অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমীর মো. আব্দুল কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সহসভাপতি আ্যাডভোকেট জেড এম কাওসার, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ নাঈম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,

    কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংবাদিক হুমায়ুন কবির, এস কে রঞ্জন, স্থপতি ইয়াকুব খান, প্রকৌশলী নীহার রঞ্জন, রাখাইন এমং তালুকদার, প্রাণী কল্যাণ সংগঠক বায়েজিদ মুন্সী, মৎস্য ব্যবসায়ী নেতা রাজু আহমেদ রাজা, কৃষক সংগঠক সুলতান গাজী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো ইয়াসীন সাদেক। এর আগে নবাগত জেলা প্রশাসক উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...