More

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক আইনজীবী আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    আহত আনোয়ার হোসাইন বলেন, মহিপুর থানার ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এ ঘটনায় প্রায় একমাস আগে আনোয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো।

    কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মলক বিচার দাবী করেন। এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

    বরিশাল নগরীতে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিট...