স্টাফ রিপোর্টার: বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড় ডাকুয়া গাজী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আমড়া, আমলকী, জলপাই, কাঁঠাল, জাম, জামরুলসহ নানা ফলজ গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো, শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার সিনিয়র সদস্য মো. হেমায়েত হোসাইন, মো. হামিদুল ইসলাম, সদস্য মো. শাহিন নায়েব ও তাওহিদ হোসেন। এ ছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইরতাজুল গাজী, আবদুল মান্নান গাজী, সাইদুল গাজী, বশির গাজী, অলিউল, জসিম মোল্লা, মজিবর ফকির, মোস্তফা গাজীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।
এ সময় শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সারাদেশজুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা এই মসজিদের সামনে ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছি।
এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য এলাকার শিশু, যুবক ও বৃদ্ধ সবাই যেন পুষ্টিকর ফল পেতে পারে। আমরা চাই, প্রতিটি মসজিদের আশপাশে এমন ফলজ বাগান গড়ে উঠুক এবং সবার জন্য তা উন্মুক্ত থাকুক।