More

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, নিখোঁজ কলাপাড়ার নুরুল ইসলাম

    অবশ্যই পরুন

    কলাপাড়া  প্রতিনিধি: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ রয়েছেন নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর বাদুরতলী এলাকার এ ঘটনায় পরিবারের লোকজন অভিযোগ করেছেন। তারা বিষয় টি কলাপাড়া থানা পুলিশ কে মৌখিকভাবে জানিয়েছেন। নিখোঁজ ব্যক্তির মেয়ে কলেজ শিক্ষার্থী রুপার অভিযোগ, কলাপাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তার বাবা নুরুল ইসলাম কে আটকের জন্য ধাওয়া দেয়।

    তার বাবা ওই অটোবাইকে ছিলেন। এ সময় অটোচালককে আটক করা হয় । এরপর তাকেও সার্চ করা হয়। কোন কিছু না পেলেও তাকে আটকের জন্য ধাওয়া দেয়। বাবা নিজেকে রক্ষায় দৌড়ে এক পর্যায়ে নদীতে ঝাপ দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তির পরিবার থেকে একজন থানায় গিয়েছিলেন।

    তাঁকে ফায়ার সার্ভিসে অবহিত করতে পরামর্শ দিয়েছেন। ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশন ইনচার্জ আবুল হোসেন জানান, নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নদীতে ঝাপ দিয়ে অপর পাড়ে যাচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। এরপর থেকে তারা বাদুরতলী থেকে আন্ধারমানিক নদীর সেতু পর্যন্ত সন্ধান চালাচ্ছেন। আগামীকাল বরিশালের ডুবুরি দলকে খবর দিবেন। পরিবারের লোকজন কেও নৌকা নিয়ে খুঁজে দেখতে বলেছেন।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়ার পরিদর্শক শহিদুল কবির জানান, ওই ব্যক্তি নিখোঁজ থাকার বিষয় তারা কিছুই জানেন না। তবে তাঁদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শুক্রবার বিকাল আনুমানিক আড়াই টার দিকে রাহাত হাওলাদার (২২) নামের অন্য এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদক সেবনের দায়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে দণ্ড দিয়েছেন। এর বাইরে কোন কিছু জানা নেই। বর্তমানে নিখোঁজ নুরুল ইসলামের পরিবারের লোকজন নদী তীরে তাঁকে খুঁজে বেড়াচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায় 

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর...