More

    বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক:বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার মারা যান। নিহত কবির হোসেন হাওলাদার নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ও শুকুর হাওলাদারের ছেলে।

    ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায় 

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর...