More

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, নিখোঁজের ২৪ ঘন্টা পরে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি :  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ থাকা নুরুল ইসলামের (৫৫) মৃতদেহ ২৪ ঘন্টা পরে সোনাতলী নদীর তেগাছিয়া স্পট থেকে উদ্ধার করা হয়েছে । আজ শনিবার দুপুরে ফায়ার সার্ভিস দলের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।

    এনিয়ে পরিবারের চলছে আহাজারি। নিখোঁজ ব্যক্তির মেয়ে কলেজ শিক্ষার্থী রুপার অভিযোগ, কলাপাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তার বাবা নুরুল ইসলাম কে শুক্রবার দুপুরে আটকের জন্য ধাওয়া দেয়। তার বাবা একটি অটোবাইকে ছিলেন। এ সময় অটোচালককে আটক করা হয় ।

    এরপর তার বাবাকেও সার্চ করা হয়। কোন কিছু না পেলেও তাকে আটকের জন্য ধাওয়া দেয়। বাবা নিজেকে রক্ষায় দৌড়ে এক পর্যায়ে নদীতে ঝাপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তির মৃতদেহ ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে। নৌপুলিশ লাশের ময়নাতদন্তের পদক্ষেপ নিয়েছে।

    প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশন ইনচার্জ আবুল হোসেন জানান, নুরুল ইসলাম নামের এক ব্যক্তি শুক্রবার দুপুরে আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে ছিলেন। মাঝপথে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ তার মৃতদেহ উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়ার পরিদর্শক শহিদুল কবির ঘটনার পর থেকে জানান, ওই ব্যক্তি নিখোঁজ থাকার বিষয় তারা কিছুই জানেন না। তাদের নেই কোন সংশ্লিষ্টতা।

    তবে তাঁদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শুক্রবার বিকাল আনুমানিক আড়াই টার দিকে রাহাত হাওলাদার (২২) নামের অপর এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বেশি কিছু জানেন না।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদক সেবনের দায়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে দন্ড দিয়েছেন। এর বাইরে কোন কিছু জানা নেই। বর্তমানে নিহত নুরুল ইসলামের পরিবারের লোকজন এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে আইনি প্রতিকার চেয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে গভীর রাতে ট্রাকভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, এলাকাজুড়ে চাঞ্চল্য

    বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার...