More

    বরগুনায় ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।  শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্য নিশ্চিত করেন।

    নিহতরা হলেন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুকলা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) ও পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)। এদিকে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৫ জন।

    এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৪ জনে। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, বেতাগী ৭, বামনা ৫, তালতলী ১ ও পাথরঘাটায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

    জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১, আমতলী ৩, বেতাগী ৮, বামনা ১২, পাথরঘাটা ১১ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৬৩৭, তালতলী ১৬২, বামনা ৩০৪, বেতাগী ১৪৫, আমতলী ৮৯ এবং পাথরঘাটা উপজেলায় ৫৮৭ জন আক্রান্ত হয়েছেন।

    আবুল ফাত্তাহ বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১১ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে গভীর রাতে ট্রাকভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, এলাকাজুড়ে চাঞ্চল্য

    বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার...