More

    কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্যাক্স এন্ড কোম্পানি এ্যাসোসিয়েটস এর মনবিনিময় সভা

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানি এ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ( সি আই পি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ট্যাক্স এন্ড কোম্পানি এ্যাসোসিয়েটস এর আইনজীবী তরুন কুমার বোস।

    গনমাধ্যামকমীর্ রফিকুল ইসলাম মিরাজের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়কর আইনজীবি আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান মনির, করদাতাদের কিভাবে আয়কর প্রদান করবেন তার বিশদ বর্ণনা করেন, আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গণমাধ্যমকর্মী মেজবাউদ্দিন মান্নু, শিক্ষক ও গনমাধ্যম কমীর্ মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিল্লাল খান কাবুল, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশীষ মুখার্জি টিংকু, হিরন, ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক নুরুজ্জামাল খালাসী শফিকুল ইসলাম প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হক মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতিকুল্লাহ সিকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ আমান মৃধা, আলহাজ্ব জলিল, ফারুক হোসেন, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর মৃধা, মোঃ আলতাফ হোসেন, জহিরুল ইসলাম সোহাগ আকন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস,এম মোশাররফ হোসেন মিন্টু, মহসিন পারভেজ, সহ—সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,

    সদস্য এ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, শরিফুল হক শাহীন, মোঃ জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, মেজবাউদ্দিন টুকু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, সাবেক সভাপতি এইচ আর মুক্তা সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সদস্য ফোরকানুল ইসলাম শিকদার, ইমরান ফরাজী প্রমূখ। সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরো সচেতন হওয়ার আহ্ধসঢ়;বান জানান। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...