More

    দলমত নির্বিশেষে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা -অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের মোল্লার হাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২০ সেপ্টেম্বর (শনিবার) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার সাবেক আমীর, বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম।

    এসময় আরও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার আমীর মাওলানা এম লুতফর রহমান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. শাহ আলম বলেন, “দলমত নির্বিশেষে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। তাদের মুখ ও চোখের ভাষা আমাদেরকে আপ্লুত করে। আমরা বিজয়ী হবই হব, ইনশাআল্লাহ। বিজয় অথবা বিজয় কিংবা বিজয়, ইনশাআল্লাহ।”

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...