More

    মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ফকির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাদিরাবাদ গ্রামের মৃত গয়েজ উদ্দীন ফকিরের ছেলে নেছার উদ্দীন ফকির (৬০), বামনেরচর গ্রামের হারুন খানের ছেলে রাশেদ খান (৩১), আন্ধারমানিক গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার (৩৮)। তারা তিনজন মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় কাজিরহাট থানা পুলিশ।

    কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় চাকলাদার জানান, মাদক ব্যবসায়ীরা কাজিরহাটের বিভিন্ন ইউনিয়নে বিক্রির জন্য ইয়াবা, গাজা নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়।

    এসময় ৬০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তারের ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে ইন্টারনেট ঠিক করার কথা বলে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

    পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপর্বূক এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ...