More

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

    রোববার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানিয়েছেন।

    আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও শিয়ালকাঠি এলাকার সুমন শেখ (৪০), নগরীর কাশিপুর চহঠা এলাকার ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু (১৯), বানারীপাড়ার চাখার এলাকার যুবলীগ কর্মী সজীব হাওলাদার (৩৭) ও কাশিপুরের পশ্চিম চহঠা এলাকার আওয়ামী লীগ সমর্থক সাকির হোসেন সনেট (৩৮)।

    বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার বলেন, মহানগর বিএনপির নেতারা ঢাকা যাওয়ার উদ্দেশে নথুল্লাবাদ বাস টার্মিনালে যান। এ সময় আওয়ামী লীগের ১৫-১৬ জন ব্যক্তি মশাল নিয়ে মিছিলের চেষ্টা করেন। তখন সাধারণ মানুষ তাদের ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করে মারধর করা হচ্ছিল। জনরোষ থেকে তাদের উদ্ধার করে পুলিশে দেওয়া হয়েছে।

    বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজন নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ফিশারি রোড থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেন। তখন জনগণ চারজনকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ

    বরিশাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে। প্রতিমণ ইলিশে প্রায় ৫০০ টাকা লোকসান হওয়ায় রপ্তানিকারকরা এখন আর মাছ...