রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর,) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে মোঃ মাহফুজুর রহমান সভাপতি এবং কে. এম মতিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক আলম, দপ্তর সম্পাদক পদে মোঃ রুহুল আমিন এবং অর্থ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের সিকদার নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
তিনি এসময় নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ্, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান ও বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসানকেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হলে তারাও নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, বানারীপাড়ার ইউএনওর কার্যালয়ের অফিস সহকারি কে, এম মতিউর রহমান গত ১৪ সেপ্টেম্বর কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব পদে নির্বাচিত হন। তাকে বানারীপাড়ার বিভিন্ন সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।