More

    এক বছর ধরে পুলিশ শুন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্প

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : দীর্ঘ এক বছর ধরে পুলিশ শুন্য অবস্থায় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে স্থাপিত পুলিশ ক্যাম্প ফাঁড়ি। ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর (২০২৪ সালের ৫ আগস্ট) থেকে এ অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ-দীর্ঘদিন থেকে পুলিশ ক্যাম্পে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি নেই। ফলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

    বিশেষ করে সন্ধ্যার পরে ক্যাম্পাস এলাকায় বহিরাগত লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল ও বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পুলিশের অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে। ববি’র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি।

    পুলিশ ক্যাম্পে পুলিশ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি আরও বলেন-দ্রুত পুলিশ ক্যাম্পে পর্যাপ্ত সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার। নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করা উচিত।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন, একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ক্যাম্প পুলিশ শুন্য রয়েছে।

    এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ঝুঁকির মুখে রয়েছেন। প্রশাসনের কাছে জোর দাবি করছি অতিদ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ক্যাম্প সচল করা হোক।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফোর্স দেয়ার জন্য ইতোমধ্যে আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি। ফোর্স সংকটের কারণে এতোদিন ব্যবস্থা নিতে পারেনি বলে আমাদের জানানো হয়েছে। পুনরায় চিঠি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত

    গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের কমপক্ষে ২৫ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির সাব্রা এলাকায় বিমান হামলা ও...