More

    তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আদর্শ – গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে গলাচিপা উপজেলার রাজনৈতিক অঙ্গনের আলোচিত নাম মো. আলী জিন্নাহ। বিগত বছরগুলোতে তাঁর নেতৃত্বগুন বিমোহিত করেছেন উপজেলার তরুণ ও প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দকে। তাঁর সাংগঠনিক গুণাবলি তাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফ্যাসিবাদ শাসনে আমল থেকে হামলা-মামলাকে উপেক্ষা করে দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করে মানুষের বিশেষ করে তরুণদের মনজয় করতে সক্ষম হয়েছেন।

    সাম্প্রতিক সময়ে মো. বদরুল আলম তার ফেইসবুকে পোস্ট করেছেন, “মোহাম্মদ আলী জিন্নাহ—নামটি আজ গলাচিপা উপজেলার তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক হিসেবে তিনি শুধু দলের নেতা নন, বরং পুরো উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচ্ছন্ন, নীতিবান ও আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

    তার সহজ-সরল হাসিমাখা মুখ, প্রতিবাদী মনোভাব এবং লোভহীন চাওয়া-পাওয়াই তার রাজনীতির মূল শক্তি। ক্ষমতা বা স্বার্থ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসাকে তিনি সবসময় অগ্রাধিকার দেন। দলকে সাংগঠনিকভাবে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাখতে তিনি সর্বদা তৎপর, এবং যে কোনো বিভেদ বা অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে দ্বিধা করেন না।

    মোহাম্মদ আলী জিন্নাহর সবচেয়ে বড় গুণ হলো তার বাচনভঙ্গি ও আচরণ। তিনি এমনভাবে কথা বলেন, যা শোনার পর যে কেউ মুগ্ধ না হয়ে পারে না। রাজনৈতিক মতভেদ থাকলেও দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে তিনি সদা প্রস্তুত থাকেন।

    নিজের দায়িত্বশীল নেতৃত্ব, মানবিক গুণাবলি ও ত্যাগের মানসিকতা দিয়ে তিনি প্রমাণ করেছেন—সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে রাজনীতি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের এক মহৎ পথ হতে পারে। গলাচিপা উপজেলা আজ গর্ব করে বলতে পারে, মোহাম্মদ আলী জিন্নাহর মতো এক স্বচ্ছ ও প্রেরণাদায়ী নেতাকে তারা পেয়েছে।”

     

    নাজমুল হোসাইন তার ফেইসবুক পোস্টে লিখেন, “Good Man, Good Leader
    মুহাম্মাদ আলী জিন্নাহ ভাই
    একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে,
    আর একজন ভালো নেতা সেই সত্যকে সামনে নিয়ে যায়।
    যে নেতা মানুষের জন্য ভাবে,
    যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,
    সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে।
    আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”

    মো. আল মামুন মোল্লা এক পোস্টে উল্লেখ করেন, “মোহাম্মদ আলী জিন্নাহ,
    এ যেন এক সত্যের প্রতীক
    সৎ ও আদর্শের লড়াকু সৈনিক
    অন্যায়ের বিরুদ্ধে এক আদর্শের মহান মশাল
    নীতি ও নৈতিকতার এক মহান বীর,,”
    মাতুব্বর শাহিন নামের একজন ফেইসবুক পোস্ট করেন, “আপনার কাজ থেকে রাজনীতি শেখা।
    আপনার কাজ থেকেই মানুষকে ভালোবাসতে শেখা।
    আপনাতেই আস্থা, আপনাতেই বিশ্বাস, আপনাতেই শুরু, আপনাতেই শেষ।
    ভালোবাসার প্রান প্রিয় লিডার।”

    শাহরিয়ার রাসেল এক পোস্টে উল্লেখ করেন, “Good Man, Good Leader মুহাম্মদ আলী জিন্নাহ একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে, আর একজন ভালো নেতা,সেই সত্যকে সামনে নিয়ে যায়।
    যে নেতা মানুষের জন্য ভাবে, যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে।”
    জাহিদুল ইসলাম অভি লিখেছেন, “Good Man, Good Leader মুহাম্মাদ আলী জিন্নাহ
    একজন ভালো মানুষ সর্বদা সত্যের পথে থাকে,

    আর একজন ভালো নেতা সেই সত্যকে সামনে নিয়ে যায়। যে নেতা মানুষের জন্য ভাবে, যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই নেতাই ইতিহাসে অমর হয়ে থাকে। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”
    এক রকম পোস্ট করে তাঁর ভক্ত ও অনুসারীরা অনেকেই মো. আলী জিন্নাহকে প্রশংসায় ভাসিয়েছেন।

    এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ বলেন, “আমি গণ-মানুষের রাজনীতিতে বিশ্বাসী।

    গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। মানুষের ভালোবাসাই আমার প্রেরণা। আমি স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাসী। আমার আদর্শ ও প্রিয়নেতা জননেতা হাসান মামুনের হাতকে শক্তিশালী করতে মানুষের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করছি।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...