গৌরনদী প্রতিনিধি : বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম—মহাসচিব এবং গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু (৫৫) পরলোক গমন করেছেন। মঙ্গলবার সকালে বরিশাল নগরীর ভাড়া বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওই দিন সন্ধ্যায় গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় পারিবারিক শ্বশ্মানে তার অন্ত্যেসটিক্রীয়া সম্পন্ন হয়। মৃত্যকালে তিনি স্ত্রী ও এক মেয়ে, পিতা ২ ভাই সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বুীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আলহাজ¦ মো. আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, জেলা সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের আাহবায়ক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া,
প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক শফিকুর রহমান স্বপন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খোকন, পৌর যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, মিজানুর রহমান আকবর, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা,
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ হাসান মিটু তালুকদার, বার্থী তাঁরা মন্দির কমিটির সভাপতি শান্তুনু ঘোষ, সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত, সহসভাপতি মণীষ চন্দ্র বিশ^াস, শেখর দত্ত বনিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা দুলু রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞানপন করেন।