অনলাইন ডেস্ক: প্রেসক্লাবে ঢুকে অবৈধ দেশীয় অস্ত্র উঁচিয়ে সাংবাদিককে হুমকির দেয়ার অভিযোগে সহযোগী সদস্য শুভব্রত দত্ত ফিল্মকে প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। রোববার রাতে বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদের জরুরি সভায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। পাশাপাশি হুমকির ঘটনায় শুভব্রত দত্তর বিরুদ্ধে প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল বাদী হয়ে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বরিশাল প্রেসক্লাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেলের দায়ের করা মামলার বিষয়ে বরিশাল প্রেসক্লাব সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের প্রতি জোড়ালো দাবি জানানো হয়েছে।
এরআগে গত শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল প্রেসক্লাবে ঢুকে অবৈধ দেশীয় অস্ত্র চাপাতি দেখিয়ে প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেলকে কুপিয়ে হত্যার হুমকি দেয় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরিশাল জেলা প্রতিনিধি শুভব্রত দত্ত ফিল্ম। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপি আলোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে রোববার রাতে জরুরি সভা করে বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু। সভায় প্রেসক্লাবে ঢুকে অবৈধ অস্ত্র প্রদর্শন এবং সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হয়।
পরে ঘটনার সাথে জড়িত প্রেসক্লাবের সহযোগী সদস্য শুভব্রত দত্তকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত একমত প্রশন করেন কার্যনির্বাহী সংসদের সদস্যরা।