More

    ভোলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে মায়ের ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া মা জেসমিন আক্তারের (৩৮) মরদেহ ঘটনার ৩ দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইর্কোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    জেসমিন বেগম গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- গত ২০ সেপ্টেম্বর সকালে জেসমিন আক্তারের বাকপ্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিল তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায়। এ সময় তিনি ছেলের সঙ্গে রাগারাগি করলে তানজিল নদীতে লাফিয়ে পড়ে।

    সঙ্গে সঙ্গে জেসমিন আক্তার ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে তিনি গভীর স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তানজিলকে জীবিত উদ্ধার করতে পারলেও গত ৩ দিন ধরে জেসমিনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

    আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ইর্কোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...