বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ১ উইকেট নিলেই সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের মালিক হবেন মুস্তাফিজ।
এরই সঙ্গে তিনি হবেন বাংলাদেশের প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। মুস্তাফিজ এখন পর্যন্ত ১১৭ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। সমান সংখ্যক উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছিল ১২৯ ম্যাচ।
ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে তার ঝুলিতে আছে ৮ উইকেট। বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলেই মুস্তাফিজ বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের ক্লাবে যোগ দেবেন। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) এই কীর্তি গড়েছেন। ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের।
প্রথম ম্যাচেই ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা। সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন এই পেসার। চলমান এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে সমান ৩টি করে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। আজকের ম্যাচে চোখ থাকবে মুস্তাফিজের দিকেই রেকর্ড গড়তে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।