More

    টরকীতে ব্যবসায়ী দুলাল চন্দ্র রায়ের মৃত্যুতে অর্ধদিবস দোকান বন্ধ ও শোকসভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র টরকী বন্দরে প্রখ্যাত ব্যবসায়ী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ রায়ের বড় ভাই বাবু দুলাল চন্দ্র রায় (দুলু) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্যবসায়ী সমাজ।

    শনিবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত টরকী বন্দরের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ রেখে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই দিনে টরকী বন্দর বণিক সমিতির কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

    শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান। এসময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলি মালসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা।

    বক্তারা দুলাল চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি টরকী বন্দরের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক অগ্রগতির দিকগুলো নিয়েও তারা মতামত তুলে ধরেন।

    সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তরুণীর প্রেমের টানে ভোলায় চীনা যুবক

    ভোলা সদর উপজেলার ফেরদৌস আক্তার (২০) নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন লুইজাউ নামে এক যুবক।...