More

    বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা। মোটরসাইকেল ভাঙচুর

    অবশ্যই পরুন

    নিউজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মশিউর রহমানের পুত্র মোঃ মিনারজুল ইসলামের উপর হামলা ও তার ব্যবহারিত মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

    আজ সকাল সাড়ে দশটায় মো: মিনারজুর ইসলেমের বসত ঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

    এই ঘটনায় ভুক্তভোগী মো: মিনারজুল ইসলাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের জব্বার হাওলাদারের পুত্র মো: দুলাল হাওলাদার ও ভরপাশা ৪ নং ওয়ার্ডের নুর আলমের পুত্র মো: সুজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ মিনারজুল ইসলামের বাসার সামনে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল দুলাল ও সুজন। আজ সকালে মিনারজুল তাদের নেশা করা থেকে বিরত থাকার অনুরোধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে দা ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় দুলাল ও সুজন।

    এ সময় হামলাকারী দুলাল তাহার হাতে থাকা ধারালো দা দিয়া মিনারজুলকে খুন জখম করার চেষ্টা করে। এ সময় মিনারজুল ডাকচিৎকার দিতে থাকিলে হামলাকারি দুলাল ও সুজন ক্ষিপ্ত হয়ে তাহাদের হাতে থাকা দা দিয়া মিনারজুলের ব্যবহৃত মোটরসাইকেল কোপাইয়া পিটাইয়া ভাংচুর করে।

    এই ঘটনায় মিনারজুল সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায়।

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নলছিটিতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় এজাহার

    বিশেষ প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাদীসহ অন্তত চারজন...