More

    বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা। মোটরসাইকেল ভাঙচুর

    অবশ্যই পরুন

    নিউজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মশিউর রহমানের পুত্র মোঃ মিনারজুল ইসলামের উপর হামলা ও তার ব্যবহারিত মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

    আজ সকাল সাড়ে দশটায় মো: মিনারজুর ইসলেমের বসত ঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

    এই ঘটনায় ভুক্তভোগী মো: মিনারজুল ইসলাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের জব্বার হাওলাদারের পুত্র মো: দুলাল হাওলাদার ও ভরপাশা ৪ নং ওয়ার্ডের নুর আলমের পুত্র মো: সুজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ মিনারজুল ইসলামের বাসার সামনে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল দুলাল ও সুজন। আজ সকালে মিনারজুল তাদের নেশা করা থেকে বিরত থাকার অনুরোধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে দা ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় দুলাল ও সুজন।

    এ সময় হামলাকারী দুলাল তাহার হাতে থাকা ধারালো দা দিয়া মিনারজুলকে খুন জখম করার চেষ্টা করে। এ সময় মিনারজুল ডাকচিৎকার দিতে থাকিলে হামলাকারি দুলাল ও সুজন ক্ষিপ্ত হয়ে তাহাদের হাতে থাকা দা দিয়া মিনারজুলের ব্যবহৃত মোটরসাইকেল কোপাইয়া পিটাইয়া ভাংচুর করে।

    এই ঘটনায় মিনারজুল সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায়।

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তরুণীর প্রেমের টানে ভোলায় চীনা যুবক

    ভোলা সদর উপজেলার ফেরদৌস আক্তার (২০) নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন লুইজাউ নামে এক যুবক।...