রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলার অন্যতম আসামী তুহিনকে গ্রেফতার করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলা শহর থেকে বরিশাল র্যাব-৮ ও বানারীপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) নিহত আব্দুল লতিফের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে উপজেলার করফাকর গ্রামের দেলোয়ার হোসেন ঘরামী ও তার জামাতা তুহিনসহ ৯ জনকে সুনির্দিষ্ট ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার জানান, হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামী তুহিনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামী ও তার জামাতা তুহিনসহ আসামীদের বেধরক মারধরে আহত হন আবদুল লতিফ। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় গোটা উপজেলা উত্তাল হয়ে উঠেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এর প্রতিবাদে একযোগে উপজেলার ৮ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করে ঘাতকদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। অপরদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে মরদেহের ময়না তদন্ত শেষে রোববার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত কৃষকদল নেতা আব্দুল লতিফের অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। এসময় জানাজায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত আব্দুল লতিফের রুহের মাগফেরাত কামনা করেন। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাড আবুল কালাম শাহীন,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সফরুল আলম, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা,
সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, পৌর বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল রেজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন,
সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার প্রমুখ। জানাজা শেষে করফাকর গ্রামের পারিবারিক কবরস্থানে সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের মরদেহ দাফন করা হয়। এদিকে তাকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।