স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র ও স্বেচ্ছাসেবকদের জন্য টি-শার্ট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিদের হাতে এসব তুলে দেন। এসময় প্রতিটি মন্ডপে একটি করে অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার এবং ১০টি করে মোট ৩০০ পিস টি-শার্ট (গ্যাঞ্জি) স্বেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।