More

    গৌরনদীতে তদন্ত না করেই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ

    অবশ্যই পরুন

    গৌরনদী প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরধরে পেট্রোল পাম্পের সামনে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের দ্বন্দের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একপক্ষের রোষানলে পরে চাঁদাবাজি মামলার আসামী হয়েছেন এক সাংবাদিক। অভিযোগের তদন্ত না করে ওই সংবাদকর্মীকে আসামী করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি সাংবাদিক।

    এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার। মামলার আসামী হওয়া সাংবাদিক মোল্লা ফারুক হাসান গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলাকাগজ পত্রিকা এবং সময়ের কণ্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের গৌরনদী প্রতিনিধি। ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে উপজেলার কটকস্থল আরিফ ফিলিং ষ্টেশনের সামনে স্থানীয় হারুন অর রশিদ বেপারী ও মো. হীরা মাঝী গংদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই।

    পরবর্তীতে একাধিক পত্রিকায় ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। দুইপক্ষের ওই ঘটনাকে কেন্দ্র করে হারুন অর রশিদ বেপারী তার প্রতিপক্ষ মো. হীরা মাঝি সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

    রহস্যজনক কারনে ওই অভিযোগের মধ্যে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ওই অভিযোগের কোন তদন্ত না করেই সোমবার রাতে মামলায় আমাকে আসামী করা হয়েছে। অভিযোগ করে তিনি আরও বলেন, যেখানে সাধারণত হুমকি—ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িগড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়া রহস্যজনক।

    মিথ্যে মামলা থেকে রেহাই পেতে তিনি (সাংবাদিক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে জানতে মামলার দাবী হারুন অর রশিদ বেপারীর ০১৭১৬১৯১৮৯১ নাম্বার মুঠো ফোনে একাধিকবার ফোন করেও নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, যদি তদন্তে অভিযুক্ত সাংবাদিক যদি না থাকে তাহলে সমস্যা হবেনা।

    তদন্ত ছাড়া একজন সাংবাদিককে মিথ্যে অভিযোগে কেন আসামী করা হলো জানতে চাইলে তিনি (ওসি) বলেন, একটা মামলা হয়েছে। এখন তদন্ত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এটা নিয়ে এতো সমস্যা নাই। অপর দিকে তদন্তছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলাকাগজ পত্রিকা এবং সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানকে মিথ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, মফস্বল সাংবাদিক ফোরাম, কালকিনি সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যা মামলায় জামায়াত নেতাদের আসামী করায় ক্ষোভ

    বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) নিহত হওয়ার ঘটনা নিয়ে অপ...