More

    কাঠালিয়ায় সাংবাদিকদের সঙ্গে লেবার পার্টি চেয়ারম্যান ডা. ইরানের মতবিনিময়

    অবশ্যই পরুন

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আনারস মার্কার প্রার্থী ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ডা. ইরান তার দলের মূলমন্ত্র “ধর্ম–কর্ম–সাম্যবাদ” সামনে রেখে দলের আদর্শ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে করে দলের বার্তা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।

    অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    মতবিনিময় সভার আয়োজন করে কাঠালিয়া উপজেলা লেবার পার্টি। সমন্বয়কের দায়িত্ব পালন করেন মুফতি আরিফ বিন শহীদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা

    লালমোহন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে...