More

    গাজার জলসীমায় পৌঁছাল ফ্লোটিলার এক জাহাজ

    অবশ্যই পরুন

    ইসরাইলি বাধা উপেক্ষা করে গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার গাজার উপকূলে প্রবেশ করে।

    তবে এটি ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। খবর আল জাজিরার।

    এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা হয় বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি কমান্ডোদের অভিযানে বর্তমানে কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।

    এর আগে ইসরাইলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করে। এসব নৌযানে ৩৭ দেশের অন্তত ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।

    ফ্লোটিলা সংগঠকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়—মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় অংশ নেওয়া ১৩টি জাহাজ জব্দ করেছে ইসরাইলি সেনারা। জাহাজগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

    পটুয়াখালীর দুমকিতে মাছ ও তরকারির বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি...