More

    চেষ্টার কমতি ছিল না, দেশে ফিরে বললেন লিটন

    অবশ্যই পরুন

    এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা আগেই শেষ হওয়ার পর দেশে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে বৃৃহস্পতিবার(২ অক্টোবর) থেকে শুরু হওয়া সিরিজে চোটের কারণে তার খেলা হচ্ছে না। তাই দলকে আরব আমিরাতে রেখেই ঢাকায় পৌঁছেছেন লিটন।

    বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লিটন দাস এশিয়া কাপে ফাইনাল খেলতে না পারায় তার হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, শেষ দুই ম্যাচে থাকলে ভালো হতো। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচগুলো ছোট থেকেই দেখতাম, কিন্তু বড় দলের সঙ্গে খেলতে পারিনি।

    খেলতে পারলে খুব ভালো লাগত। এশিয়া কাপে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, কিছু বড় সমস্যা নেই। নির্দিষ্ট দিনে যেকোনো দলই খারাপ ক্রিকেট খেলতে পারে। আমরা এশিয়া কাপে প্রথম ৩-৪ ম্যাচ ভালো ক্রিকেট খেলেছি। ভারতের সঙ্গে খেলার সময় আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে, তবে স্পিন কোয়ালিটি ছিল অনেক ভালো।

    পাকিস্তানের সঙ্গে নির্ধারিত লক্ষ্য ছিল চেজ করকিন্তু ব্যাটার হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। নিজের ফর্ম ধরে রাখার বিষয়েও লিটন বলেন, আমাদের ধারণা বা বিশ্বাস নেই, নির্দিষ্ট দিনেই বোঝা যাবে। বড় মঞ্চে পারফরম্যান্স আলাদা বুস্ট দেয়। এখন রিকভারি করা জরুরি। সামনে যে সিরিজ খেলব, চ্যালেঞ্জিং হবে। ফেব্রুয়ারিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তন আনার পক্ষে নন লিটন। তিনি বলেন, বড় মঞ্চে অভিজ্ঞতার দরকার আছে।

    নিয়মিত খেললে প্লেয়ার সহজে দায়িত্ব নিতে পারে। চেষ্টা থাকবে সিনিয়র প্লেয়াররা দলে থাকুক। তবে নতুন প্লেয়ারও সুযোগ পাবে। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট করেছিলেন লিটন।

    তিনি বলেন, সবসময় মুখে হাসি ফোটাতে পারিনি। তবে চেষ্টার কোনো কমতি ছিল না। আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি। আশা করি, সামনে এটা পূরণ করতে পারব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকীতে জাতীয় নাগরিক পার্টির পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়

    ওবায়দুর রহমান অভি, সংবাদদাতা,পটুয়াখালী:- দুমকীর কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দির ও আঙ্গিনা শ্রী শ্রী দূর্গা মন্দির পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়...