More

    বরিশালে মা ইলিশ রক্ষায় পাহারায় ড্রোন

    অবশ্যই পরুন

    মা ইলিশ রক্ষায় মাছ ধরা ঠেকাতে বরিশালের মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকাজুড়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন আকাশে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে। এছাড়াও জেলার নদনদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর তৎপরতা থাকবে কঠোরভাবে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব পয়েন্টে অবস্থান নেবেন এবং প্রয়োজনে সেনাবাহিনীকেও অভিযানে যুক্ত করা হবে। সঙ্গে থাকবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। নিষিদ্ধ সময়ে কেউ মাছ ধরলে, তাকে আইনি দণ্ড দেওয়া হবে। এই অভিযান কেবল নদীতেই সীমাবদ্ধ থাকবে না, হাট-বাজার ও লঞ্চ-বাস টার্মিনালগুলোতেও তল্লাশি ও নজরদারি চলবে।

    শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানের আগে জনসচেতনতা বৃদ্ধির জন্য মৎস্য বিভাগ লিফলেট বিতরণ, সভা-সেমিনার ও মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি কার্ডধারী জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর। তথ্য অনুযায়ী, ইলিশের খনি হিসেবে পরিচিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে। কঠোর অভিযান পরিচালনার জন্য মাঠে থাকবে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ‘দিন-রাত নদীতে অভিযান চলবে। যৌথ বাহিনীতে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও র‍্যাব সদস্যরা থাকবেন। সেনাবাহিনীও প্রস্তুত থাকবে। নদী পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া সার্বক্ষণিক স্পিডবোট নিয়ে টহলও চলবে।’ মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করেছি।

    এবার সর্বশক্তি দিয়ে অভিযান পরিচালিত হবে।’ বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ‘মা ইলিশ রক্ষায় মৎস্যপল্লীতে প্রচারণা চালানো হয়েছে। মৎস্যজীবী, আড়তদার ও বরফকল মালিকদের নিয়ে সভা হয়েছে। জেলার ৫৯টি ইলিশসমৃদ্ধ ইউনিয়নের টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিজলা ও মেহেন্দিগঞ্জে বিশেষ অভিযান চালানো হবে।

    ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যেসব এলাকা থেকে জেলেরা নদীতে নামার চেষ্টা করবেন, সেসব স্থান শনাক্ত করে অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, বরিশাল জেলায় ৭৯ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে ৬৬ হাজার ৫২৪টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

    মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, ‘মা ইলিশ রক্ষায় হাট-বাজার ও লঞ্চ-বাস টার্মিনালেও অভিযান চলবে। বরিশাল বিভাগে মোট ৪ লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যেও খুব শিগগিরই চাল বিতরণ করা হবে।’

    বরিশাল নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা বলেন, ‘হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে পুলিশের প্রহরা। মা ইলিশ নিধনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নিষেধাজ্ঞার আগের দিন বরিশালে ‘ইলিশের মেলা’

    প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল নগরের পোর্ট রোড বাজারে বসেছে ইলিশ মেলা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার ২২ দিনের...