১২৪ বরিশাল (বাকেরগঞ্জ ৬ ) আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন।
৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল বেলা বৃষ্টি উপেক্ষা করে শতশত নেতা-কর্মী নিয়া উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বিভিন্ন স্হানে গণসংযোগ করেন।
গনসংযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, “আমি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি। আমার লক্ষ্য হলো এ আসনকে সহিংসতামুক্ত করা। কোনো মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়—তা নিশ্চিত করা হবে। এলাকায় চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্য চলতে দেয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এ অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তবে দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, তারপরও আমি বরিশাল-৬ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাব। যেই মনোনয়ন পাবেন, আমি তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
পথসভায় পাদ্রীশিবপুর ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। বৃষ্টির মধ্যেও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বাকেরগঞ্জ-৬ আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন।
পথসভায় পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর যুবদলের সদস্য আব্দুস সালাম সিকদার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, যুবদল নেতা সাইদুল ইসলাম মুন্না মুন্সী, মোহাম্মদ সজিব হাওলাদার, হাওলাদার মিজান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ আবুবকর হোসেন পাভেল প্রমূখ উপস্থিত ছিলেন।