More

    বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি

    অবশ্যই পরুন

    আজ ৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।

    ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল হাসান৷ পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তিসহ আরও অনেকে।

    র‍্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

    ব‌রিশাল জেলায়‌ মা ই‌লিশ রক্ষা‌র্থে অ‌ভিযান প‌রিচালনা ও সার্বক্ষ‌ণিক নদী পাহারা‌ নি‌শ্চিত করার জন‌্য ৫৪ টিম কাজ কর‌বে। ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান সফলভা‌বে বাস্তবায়‌নের লক্ষ্যে জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থেকে ৩০ জন এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

    ই‌লিশ আহর‌ণে বিরত থাকতে জে‌লে‌দের জন‌্য মান‌বিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬৬৫২৪ জে‌লে প‌রিবা‌রের জন‌্য ২৫ কেজি হা‌রে মোট ১৬৬৩.১০০ মে‌ট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হ‌য়ে‌ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খাগড়াছড়িতে সহিংসতায় পর্যটন খাতে ১৫ কোটি টাকা ক্ষতি

    খাগড়াছড়িতে মারমা কিশোরীর ধর্ষণ মামলা কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় তিনজন নিহত এবং বহু ঘরবাড়ি, সরকারি-বেসরকারি অফিস ও যানবাহন ধ্বংসের...