বরিশালে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে তরিতরকারি ও সবজির দাম। বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের আগে কাঁচামরিচ খুচরা বাজারে ১৪০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে কাঁচামরিচ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) বরিশালের পাইকারি সবজির বাজার, বহুমুখী সিটি মার্কেট, বড়বাজার, পোর্ট রোড বাজার, বটতলা বাজার, নতুনবাজার, বাংলাবাজার, চৌমাথা বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের কারণ এবং পূজার ছুটিতে বর্ডার বন্ধ থাকায় সবজি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে না।
যার ফলে সবজির মূল্যে প্রভাব পড়েছে। তবে পূজার ছুটি শেষে বর্ডার খুললে সবজির সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে। নগরীর পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে পাইকারি বাজারে ১৬০ থেকে ১৮০ টাকা করে কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি গত সপ্তাহে কেজি ৪০ টাকা হলেও এ সপ্তাহে ৭০ টাকা, করলা গত সপ্তাহে ৪০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ১০০ টাকা, টমেটো ১৬০ টাকা, পটল ৭০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য সবজির মধ্যে বেগুন প্রকার ভেদে ৮০-৯০ টাকা, ঢেড়স ৪০ টাকা, লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচাকলা ৩৫-৪০ টাকা ও লেবুর হালি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি খুচরা বাজারে ২৫-৩৫ টাকা বেশি দামে বিক্রি করতে দেখা যায়। এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৬০-১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা, লেয়ার মুরগি ২৬৫-২৮০ টাকা দরে। গরুর মাংস ৭৮০ টাকা ও খাসির মাংস ১১৭০ টাকা কেজিতে ধরে বিক্রি হচ্ছে। অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি বিক্রি হচ্ছে।
এর মধ্যে রুই মাছ ৩৩০-৪৮০ টাকা, টেংরা মাছ ৫৫০-৬৫০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, পাঙ্গাশ মাছ ১৮০-২০০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৬০০-৯৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা। নগরীর নাজিরেরপুল এলাকার খুচরা সবজি বিক্রেতা আল-আমিন জানান, পাইকারি বাজারের তরিতরকারি বেশি দামে কিনে আনতে হয়। পাইকারি তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়।
তার মধ্যে বৃষ্টির কারণে সব জায়গাতেই খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়। এছাড়াও বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়। বরিশাল নগরীর সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন জানান, পূজার ছুটির কারণে সবজির সরবরাহ কম থাকায় এ সপ্তাহে দামের ওপর প্রভাব পড়েছে।
কয়েক দিনের মধ্যেই আবার বাজার স্বাভাবিক হয়ে যাবে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। এ সপ্তাহে সবজি আমদানি বাড়লে খুচরা বাজারে দাম কম হবে।