More

    পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে – বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামি দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, দেশ পরিচালনায় আসবেন, তাদেরকে বহুমুখী সংকটে পড়তে হবে। কারণ বিগত পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে।

    ওই সরকারের একটা অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো একটা বড় অংশ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’ আজ শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় একটি অনলাইন ( আপন নিউজ বিডি ডটকম ) নিউজ পোর্টালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোশাররফ হোসেন আরো বলেন, ‘ গণমাধ্যমের মানুষকে গণমানুষের স্বপক্ষে দাঁড়াতে হবে।

    তাঁদের খবর পরিবেশন করতে হবে। সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। ইতিবাচক খবরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরতে হবে।’

    তিনি আরও বলেন, ‘ বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের সকল নেতাকর্মী সংবাদপত্রের স্বাধীনতার স্বপক্ষে কাজ করছেন।’ তিনি কলাপাড়ার উন্নয়নসাধনে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে সকল গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    আপন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সহসভাপতি অ্যাডভোকেট যেড এম কাওসার। অন্যান্যের মধ্যে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ, গণমাধ্যম কর্মী নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

    স্বাগত বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন। কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম কর্মী রাসেল মোল্লা ও ক্রীড়া সংগঠক ইভান মাতুব্বর। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেহেন্দীগঞ্জে কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধর, সংঘর্ষে আহত ৮

    বরিশালের মেহেন্দীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র...