মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ ঠেঙ্গামারা এলাকায় সাপের কামড়ে শিমুল ব্যাপারীর স্ত্রী মোসা: রেশমা বেগম (৩৫) মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে দিবাগত রাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপে কামড় দেওয়ার পর প্রাথমিকভাবে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর ঘরে তিনটি সন্তান রয়েছে—একটি মেয়ে এবং দুটি ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।