More

    কালকিনিতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার (১ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    তাদের দাবি, স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস, নিয়োগবিধি সংশোধন, পদোন্নতির সুযোগ, চাকরি জাতীয়করণসহ মোট ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

    এ সময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দাবির কথা বলে আসছি, কিন্তু তা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গেছি।”

    কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন স্থানে টিকাদান কার্যক্রম ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...