More

    কালকিনিতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার (১ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    তাদের দাবি, স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস, নিয়োগবিধি সংশোধন, পদোন্নতির সুযোগ, চাকরি জাতীয়করণসহ মোট ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

    এ সময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দাবির কথা বলে আসছি, কিন্তু তা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গেছি।”

    কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন স্থানে টিকাদান কার্যক্রম ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

    দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল...