More

    বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

    অবশ্যই পরুন

    অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। মরক্কোর বিপক্ষে ২-১ ও স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সেলেসাওরা।

    অন্যদিকে মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে তিনটি গোলের বিপরীতে পাঁচটি গোল হজম করে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে। স্পেন যুবাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল।

    তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস ছিলেন অনন্য। তিনি একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। তার নৈপুণ্যে প্রথমার্ধে গোল হজম থেকে রক্ষা পায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্পেন। আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির ব্রাভো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

    একের পর এক আক্রমণে চেষ্টা চালালেও স্পেনের গোলরক্ষক গনজালেস ছিলেন দুর্দান্ত ফর্মে। রুয়ান গ্যাব্রিয়েল এবং লুইগি দারুণ দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

    শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হেরে যায় রামোন মেনেজেসের শিষ্যরা। ফলে চিলিতে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...