More

    নাজিরপুরে শহীদ জিয়া কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

    অবশ্যই পরুন

    প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে শহীদ জিয়া কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

    রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। অভিভাবক প্রতিনিধি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচনে সর্বাধিক ৭৪ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন মোঃ মনিরুজ্জামান মাঝি, ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন কাজী মোসলেউদ্দিন কাজী এবং ৪৫ ভোট পেয়ে তৃতীয় হন মোঃ মাহাবুব খান।

    কলেজের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪২ জন। এর মধ্যে ২৪৩ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালীন সময়ে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও প্রচারণায় ব্যস্ত সময় কাটান। অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন— আনিসুর রহমান, ইদ্রিস আলী, গাজী বেলায়েত হোসেন, মোঃ মনিরুজ্জামান মাঝি, মোঃ মাহাবুব খান ও কাজী মোসলেউদ্দিন।

    উক্ত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নাজিরপুর শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বালী। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যে গান দিয়ে তিনটি বড় স্বীকৃতি পেয়েছেন জেমস

    আজ উপমহাদেশের বিখ্যাত রক লেজেন্ড জেমসের জন্মদিন। এদিন তাকে নিয়ে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তাদের মধ্যে আছেন জনপ্রিয়...