More

    কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাাঁচ দোকানিকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকানিকে চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    ক্ষতিগ্রস্ত দোকানিদের আজ রবিবার শেষ বিকালে এ সব সরকারি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো কাউছার হামিদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাসউদ্দিন, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

    বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন,আমরা সব সময় অসহায় হত দরিদ্র নিম্ন আয়ের পাশে থেকে সহযোগিতা করেছি। এর ধারাবাহিকতায় আজ ভোররাতে অগ্নিকান্ড পাঁচটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, শনিবার দিবাগত ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মম্বিপাড়ার নতুনপাড়া বাজারের দোকানি হাবিবুর রহমান, আল-আমিন, বাচ্চু মিয়া, মো. মিজান ও আব্দুর রাজ্জাকের দোকানপাট মালামালসহ অগ্নিকাণ্ডে পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫)...