More

    দেশের মানুষ পিআর বুঝে না, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে পারে না: বিএনপি নেতা মোশাররফ

    অবশ্যই পরুন

    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পষ্ট ভাষায় বলেছে বাংলাদেশে মানুষ পিআর বুঝে না, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে পারে না। ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী বলে পিআর পদ্ধতি না দিলে নাকি নির্বাচন করতে দিবে না। ধর্মের নামে মানুষদের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি দেশের মানুষ এসব অপপ্রচার কর্ণপাত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (০৫-১০-২০২৫) সকাল ১০টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম চালিতাবুনিয়া ইউনিয়নের স্থানীয় বাজারে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি। এসময় বিএনপি নেতা মোশাররফ বলেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে। আপনারা দেখেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি যে দায়িত্বশীল দল সেটির পরিচয় দিয়েছে।

    আমরা এখন ক্ষমতায় নেই তারপরেও মানুষ বিএনপির কাছে যায়। তারা মনে করে এ দলের কাছে গেলে যে কোন সমস্যার সমাধান করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের নেতা তোফায়েল আহম্মেদ বলেছেন যদি আ’লীগ ক্ষমতা থেকে চলে যায় এক রাতে ৫ লাখ তাদের দলীয় লোক মেরে ফেলবে বিএনপি, কিন্তু একজনও মারা যায়নি। ৫ আগস্টের পরে আমরা মানুষের পাশে দাড়য়েছি। তাদের নিরপত্তা দিয়েছি, যাতে দেশে কোন বিশৃঙ্খলা তৈরি না হয়।

    সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আসন্ন নির্বাচনে দলের সম্ভাবনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবিএম মোশাররফ হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি ও জনসংযোগ জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।

    সভায় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজি, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার, সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার, দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, বিএনপি নেতা বশির তালুকদার, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন, রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, সদস্য সচিব মু. নিয়াজ আকন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারবেজ খোকন,

    সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ, সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল হাওলাদার, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খোকন, ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, সদস্য সচিব আজিজ মাহমুদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫)...