বরিশাল সংবাদ দাতা : দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে বাকেরগঞ্জে আরম্ভ হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
৫ অক্টোবর রবি বার সকাল ১০ টায় উপ জেলার পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে এই বই মেলা উদ্বোধন হয় এবং চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ মেলা দর্শনার্থী এবং বই প্রেমীদের জন্য খোলা থাকবে।
ভ্রাম্যমাণ এই বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা সহ দেশি-বিদেশি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে বিভিন্ন বিখ্যাত লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্য রচনার বই, কবিতার বই, প্রবন্ধের বই, নবী রাসুলদের জীবনী সহ সমাজতত্ত্ব, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের বই, ছোটদের গল্পের বই।
বাকেরগঞ্জে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, মেলার শেষ দুই দিন প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য চিত্র অংকন ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।