More

    গঙ্গামতির সৈকত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারের বঙ্গোপসাগরের গঙ্গামতি সংলগ্ন এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।

    মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালা রঙের হাফপ্যান্ট গায়ে লাল রংয়ের শার্ট ছিল। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নৌ—পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

    স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল বলেন, সকালে সাগরে দোকান খুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই। কুয়াকাটা নৌ—পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, কুয়াকাটার গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫)...